কালার তাহফীজুল কুরআনিল কারীম হলো এমন একটি গ্রন্থ যেখানে কুরআনের আয়াতগুলো সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। এতে ওয়াকফ-ইবতিদা, আয়াতে মুশাবাহাহ্ এবং বিষয়ভিত্তিক প্যারা যুক্ত করা হয়েছে, যাতে পাঠক কুরআনের গভীর অর্থ সহজেই বুঝতে পারেন। শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠক—সবার জন্য এটি হবে একটি মূল্যবান সহায়ক গ্রন্থ।